কেন্দুয়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু

কেন্দুয়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু

বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তুষার (১৮) নামক এক কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের পিজাহাতি গ্রামের সামনের বিলে। 

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, পিজাহাতি দক্ষিণ পাড়া এলাকার জসিম উদ্দিনের পুত্র তুষার রবিবার বিকাল ৫ টার দিকে বৃষ্টির মধ্যে বাড়ীর সামনের বিলে মাছ ধরতে যায়। সাড়ে ৫টার দিকে হটাৎ একটি বজ্রপাত তার উপর পড়লে সে ঘটনাস্থলেই মারা যায়। 

এ ব্যাপারে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আলী হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি বজ্রপাতে এক কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন: কলমাকান্দায় নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত, বন্যার আশঙ্কা

এ কে এম আব্দুল্লাহ/নেত্রকোনা

Netrakona Protidin

নেত্রকোনা প্রতিদিন

Post a Comment

Previous Post Next Post

نموذج الاتصال