কেন্দুয়ায় অটোরিকশা চাপায় বৃদ্ধ নিহত

কেন্দুয়ায় অটোরিকশা চাপায় বৃদ্ধ নিহত

নেত্রকোনার কেন্দুয়ায় অটোরিকশার চাপায় এক বৃদ্ধ  নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে কেন্দুয়া- আঠারোবাড়ি সড়কের মাসকা বাজারে। 

স্থানীয় ও পুলিশের বরাতে জানা যায়,   উপজেলার মাসকা ইউনিয়নের মাসকা গ্রামের চানফর আলীর ছেলে মোসলেম উদ্দিন(৬০)বৃহস্পতিবার (২০ জুলাই) রাত সাড়ে আটটার দিকে কেন্দুয়া-আঠারোবাড়ি সড়কের মাসকা বাজারে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। এমন সময় একটি অটোরিকশা তাকে পিছন থেকে চাপা দিলে গুরুতর আহত হন মোসলেম উদ্দিন।পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মোসলেম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। 

উপজেলার মাসকা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম বাঙালি অটোরিকশা চাপায় মাসকা গ্রামের মোসলেম উদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলেও জানান তিনি। 

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ  আলী হোসেন (পিপিএম) অটোরিকশা চাপায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল তৈরি করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে নেয়ার প্রস্তুতি চলছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অটোরিকশাটি জব্দ করে থানায় রাখা হয়েছে বলেও জানান তিনি। 

আরও পড়ুন: দুর্গাপুরে এম্বুল্যান্সে মিললো ১৬৩ বোতল ভারতীয় মদ, আটক চালক

আসাদুল করিম মামুন/কেন্দুয়া

Netrakona Protidin

নেত্রকোনা প্রতিদিন

Post a Comment

Previous Post Next Post

نموذج الاتصال