ময়মনসিংহ বিভাগে প্রথম দারিদ্রতা দমাতে পারেনি মার্জিয়াকে

ময়মনসিংহ বিভাগে প্রথম দারিদ্রতা দমাতে পারেনি মার্জিয়াকে
অদম্য মার্জিয়া

অভাব ও দারিদ্রতা নিত্য সঙ্গী হলেও দারিদ্রতা দমাতে পারেনি অদম্য মার্জিয়াকে। লক্ষ্য অর্জনে ছিল অটল মার্জিয়া স্বপ্ন দেখত জাতয়ি শিশু পুরস্কার ২০২৩ প্রতিযোগিতায় অংশ নেবে এবং প্রথম স্থান অর্জন করবে। অবশেষে তার সেই স্বপ্নই পূরণ হলো। 

ময়মনসিংহ বিভাগীয় প্রতিযোগিতায় গত শুক্রবার বালিকা গ্রুপে দীর্ঘ লাফ ও উচ্চ লাফ ইভেন্টে অংশ নিয়ে মার্জিয়া প্রথম স্থান অর্জন করে। কেন্দুয়া উপজেলার দুলাইন আব্দুর রহমান সরকারি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী মার্জিয়া, দুলাইন গ্রামের কৃষি শ্রমিক রহিছ মিয়ার কন্যা। 

মর্জিয়া ২০২২ সালে আন্ত: প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে দীর্ঘ লাফ ইভেন্টে অংশ নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছিল। 

দুলাইন আব্দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আজিজুল হক জানান মার্জিয়া ছোট বেলা থেকেই খেলাধুলায় খুব পারদর্শী ছিল। তার খেলাধুলা ও শরীর চর্চাই তাকে আগামী দিনে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।

আরও পড়ুন: কলমাকান্দায় জনশান্তি বিঘ্ন করায় তিন মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড

সমরেন্দ্র বিশ্বশর্মা/কেন্দুয়া


Netrakona Protidin

নেত্রকোনা প্রতিদিন

Post a Comment

Previous Post Next Post

نموذج الاتصال