মোহনগঞ্জে জামাত বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগের স্থানীয় কার্যালয় থেকে মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় নেতা কর্মীরা, বি এনপির বিরুদ্ধে ডাইরেক্ট একশান , জামাত শিবিরের বিরুদ্ধে ডাইরেক্ট একশান বলে স্লোগান দেয়। তারা আরও বলেন, শেখ হাসিনার কিছু হলে জলবে আগুন ঘরে ঘরে, শেখ হাসিনা সংবাদে আমরা আছি রাজ পথে এমন বহু স্লোগানে মিছিলটি মুখরিত হয়।
মিছিলে নেতৃত্ব দেন,জেলা আওয়ামী লীগের সদস্য তোফায়েল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট আব্দুল হান্নান রতন, নূরুল আমিন, যুগ্ম সম্পাদক মোতাহার হোসেন চৌধুরী, এস এম ফেরদৌস, আমিনুল ইসলাম সোহেল, যুবলীগের আহবায়ক শফিকুল ইসলাম মামুন, যুগ্ম আহবায়ক আবু সাঈদ, ইমতিয়াজ কামরুল সহ প্রমূখ।
আরও পড়ুন: খালিয়াজুরীতে ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
মাসুম আহম্মেদ/মোহনগঞ্জ